পুজোয় দুই ছবি, প্রচারে কেন নেই আবির, মুখ খুললেন অভিনেতা

পুজোর সময় অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের দুটি ছবি মুক্তি পাচ্ছে— ‘রক্তবীজ ২’ এবং ‘যত কান্ড কলকাতাতেই’। কিন্তু ‘যত কান্ড কলকাতাতেই’-এর প্রচারে আবিরকে দেখা যাচ্ছে না। এ নিয়ে ছবির পরিচালক অনীক দত্ত এবং প্রযোজক ফিরদৌসল হাসান উইন্ডোজ প্রোডাকশন হাউজের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন আবির নিজে।

চুক্তির কারণ
আবির আনন্দবাজার ডট কম-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যে তিন বছর আগে উইন্ডোজের সঙ্গে তাঁর একটি চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, যদি তিনি পুজোর ছবিতে উইন্ডোজের হয়ে কাজ করেন, তবে তিনি অন্য কোনো পুজোর ছবিতে কাজ করতে পারবেন না। যদি করেনও, সেই ছবির প্রচারে তিনি থাকতে পারবেন না। এই চুক্তির কারণেই তিনি ‘যত কান্ড কলকাতাতেই’-এর প্রচারে যোগ দিতে পারছেন না।

আবিরের বক্তব্য
আবির বলেন, “প্রযোজকের সিদ্ধান্ত নিয়ে একজন অভিনেতা হিসেবে আমার কিছু বলার নেই।” তবে তিনি এও জানান যে, তিনি ছবির ডাবিং-এর সময়েই জানিয়েছিলেন যে ‘রক্তবীজ ২’ ২৫-এর পুজোয় মুক্তি পাচ্ছে, তাই একই সময়ে ‘যত কান্ড কলকাতাতেই’ মুক্তি পেলে সমস্যা হতে পারে। তিনি বলেন, ‘যত কান্ড কলকাতাতেই’ ছবিটি তার নিজস্ব গুণে সফল হওয়ার মতো, তাই পুজোর সময় মুক্তি না দিলেও চলত।

আবিরের এই মন্তব্যে বোঝা যাচ্ছে, তিনি পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছেন এবং কোনো বিতর্কের মধ্যে জড়াতে চান না। তবে এখন দেখার বিষয়, এই দুই ছবির মধ্যে কোন ছবিটি দর্শকদের মন জয় করে।