পণের দাবিতে গৃহবধূকে খুন, স্বামী আটক

পণের জন্য অত্যাচার ও শেষ পর্যন্ত এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা এলাকায়। মৃত গৃহবধূর নাম শর্মিলা নাথ (২৪)। এই ঘটনায় পুলিশ শর্মিলার স্বামী সুশান্ত ঢালিকে আটক করেছে।
কী ঘটেছিল?
শর্মিলার বাপের বাড়ি দুর্গাপুরে। তিন বছর আগে আউশগ্রামের সুশান্ত ঢালির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। শর্মিলার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলত। রবিবার আবারও এই নিয়ে অশান্তি শুরু হয়। শর্মিলার মা তাঁকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যেতে চাইলে বাধা দেওয়া হয়। এর কিছু সময় পরেই শর্মিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পরিবারের অভিযোগ
শর্মিলার পরিবারের দাবি, তাঁকে অত্যাচার করে খুন করা হয়েছে এবং তারপর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ শর্মিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযোগের ভিত্তিতে স্বামী সুশান্ত ঢালিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
এই ধরনের ঘটনা আবারও প্রমাণ করে যে আমাদের সমাজে পণের কুপ্রথা এখনও কতটা গভীর ভাবে শিকড় গেড়ে আছে।