চলন্ত ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু, সবজি বিক্রেতার অকাল প্রয়াণে শোকের ছায়া

প্রতিদিনের মতো আজও সবজি কেনার জন্য ট্রেনে করে সমুদ্রগড়ের বাজারে যাচ্ছিলেন হুগলির বলাগড়ের বাসিন্দা লায়লা বিবি (৪১)। কিন্তু ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে পড়ে তিনি দুই টুকরো হয়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিবরণ:
সোমবার সকালে লায়লা বিবি ট্রেনে উঠে দরজার কাছে বসেছিলেন। দীর্ঘদিন ধরে এই রুটিনে চলাফেরার কারণে হয়তো ক্লান্তি তাকে কাবু করেছিল। তিনি হঠাৎ ঘুমিয়ে পড়েন। যখন তার ঘুম ভাঙে, তখন দেখেন ট্রেনটি সমুদ্রগড় স্টেশন ছেড়ে অনেক দূরে চলে এসেছে। দ্রুত নামার চেষ্টায় তিনি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন এবং চাকার নিচে চলে যান।
পরিবারের ভরসা ছিলেন:
লায়লা বিবি অনেক কষ্ট করে তার সংসার চালাতেন। তিনি সমুদ্রগড় থেকে সবজি কিনে বলাগড়ে ফিরে বিক্রি করতেন। তার এই হঠাৎ মৃত্যুতে পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। বলাগড় এবং সমুদ্রগড়—উভয় এলাকার মানুষই তার এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। লায়লা বিবির পরিচিতরা জানিয়েছেন, তিনি সবসময় হাসিমুখে জীবনযুদ্ধে লড়াই করতেন। তার এই চলে যাওয়াটা শুধু একটি মৃত্যু নয়, একটি পরিবারের রোজগার এবং স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প।