নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড পেল প্রেমিক

মালদা জেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে তার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এই ঘটনায় তার বাবাকে অবশ্য বেকসুর খালাস করা হয়েছে। মালদা পকসো কোর্টের বিচারক রাজীব সাহা ১৩ জন সাক্ষীর বয়ান শুনে এই রায় দিয়েছেন। একই সাথে দোষীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, যা নাবালিকার পরিবারকে দেওয়া হবে।

ঘটনার বিবরণ:

২০২২ সালের ১৮ জুন এই নির্মম ঘটনাটি ঘটেছিল। মালদা থানা এলাকার এক যুবক তার নাবালিকা প্রেমিকাকে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণ করে। এরপর সে ওই নাবালিকার যৌনাঙ্গে কাঠ ঢুকিয়ে অমানুষিক নির্যাতন চালায় এবং পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে।

প্রমাণ নষ্ট করার জন্য অভিযুক্ত যুবক মৃতদেহ ইট দিয়ে বেঁধে একটি পুকুরে ফেলে দেয়। পরদিন, নাবালিকার মা ওই যুবক এবং তার বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে যুবক নিজের অপরাধের কথা স্বীকার করে নেয়। পরে ডুবুরি দিয়ে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয়।

আদালতের রায়:

সরকারি আইনজীবী অসিতবরণ বোস জানিয়েছেন, এই মামলায় মোট ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। সাক্ষীদের বয়ান এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে আদালত যুবককে দোষী সাব্যস্ত করে এবং তার বাবাকে নির্দোষ ঘোষণা করে।

বিচারক রাজীব সাহা অভিযুক্ত যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছেন। এই রায়ে নাবালিকার পরিবার কিছুটা হলেও ন্যায়বিচার পেয়েছে বলে মনে করা হচ্ছে।