এসএসসি-র নতুন পরীক্ষা নিয়ে জটিলতা, আবেদন করতে পারছেন না যোগ্য চাকরিহারা শিক্ষকরা

হাতে মাত্র এক সপ্তাহ। তারপরই শুরু হচ্ছে এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের নতুন পরীক্ষা। কিন্তু এর মধ্যেই একদল যোগ্য চাকরিহারা শিক্ষক নতুন সমস্যায় পড়েছেন। তাদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা অনলাইনে আবেদন করতে পারছেন না।

আদালতের নির্দেশ সত্ত্বেও সমস্যা

সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল, যোগ্য চাকরিহারা শিক্ষকদের বয়সের ছাড় দিতে হবে, যাতে তারা নতুন পরীক্ষায় বসতে পারেন। কিন্তু অভিযোগ উঠেছে যে এই নির্দেশ পুরোপুরি কার্যকর হয়নি। সোমবার ছিল আবেদনের শেষ দিন, আর সেই দিনেই অনেক আবেদনকারী নিজেদের সমস্যার কথা জানাতে এসএসসি দফতরে হাজির হন।

তারা জানান, যারা আগে নবম-দশমে চাকরি করতেন, তারা এখন একাদশ-দ্বাদশের পরীক্ষায় আবেদন করতে চাইছেন। কিন্তু অনলাইনে আবেদন করতে গিয়ে তারা বারবার ব্যর্থ হচ্ছেন। সমস্ত কাগজপত্র নিয়ে তারা কমিশনের দফতরে গেলেও কোনো সঠিক সমাধান পাননি।

লিখিত আবেদন জমা

একজন আবেদনকারী বলেন, তারা লিখিতভাবে আর্জি জানিয়েছেন যেন কমিশন লিখে দেয় যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার যোগ্য প্রার্থীরা তাদের আবেদনের কপি নিয়ে কমিশনে জমা দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট তারিখের সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল যে উভয় ক্ষেত্রেই যোগ্য প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। এখন দেখার বিষয়, এই জটিলতার সমাধান কীভাবে হয় এবং এই শিক্ষকরা শেষ পর্যন্ত পরীক্ষায় বসতে পারেন কি না।