এসএসসি-র নতুন পরীক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ, ‘আবারও জালিয়াতি হবে’, বলছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসি (SSC) যে নতুন পরীক্ষা নিতে চলেছে, তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সরাসরি বলেছেন, “আবার একটা জালিয়াতি হবে। এটা আন্দাজ করা সম্ভব।”

কেন এই সন্দেহ?

২০১৬ সালের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টে বিচারক হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় অনুযায়ী প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। সুপ্রিম কোর্ট তাঁর সেই রায় বহাল রেখেছিল এবং অযোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই এসএসসি আবার পরীক্ষার আয়োজন করছে।

তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেন, এই পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের হাতে থাকা উচিত নয়। তিনি বলেন, “যেভাবে রাজ্য সরকার পরীক্ষার্থীদের নিয়ে ছেলেখেলা করছে এবং সুপ্রিম কোর্টকে প্রতারণা করছে, তাতে আমার মনে হয় না পরীক্ষা স্বচ্ছ হবে। এই পরীক্ষা এসএসসি-র হাত থেকে নিয়ে একটি নতুন নজরদারি কমিটির মাধ্যমে করানো উচিত।”

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট যে স্বচ্ছতার জন্য তালিকা প্রকাশ করতে বলেছিল, তা করা হয়নি। তিনি এই তালিকার ওপর কোনোভাবেই বিশ্বাস রাখতে পারছেন না।

সুপ্রিম কোর্টের সতর্কবার্তা

উল্লেখ্য, সোমবার নিয়োগ সংক্রান্ত অন্য একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বারবার কমিশনকে সতর্ক করেছে। আদালত জানিয়েছে, যদি নতুন পরীক্ষাতেও কোনোভাবে অনিয়ম হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।