জিও-র নতুন ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তি, ২৪ ঘণ্টায় ব্রডব্যান্ড কানেকশন

গ্রাহকদের জন্য চমকপ্রদ অফার নিয়ে আসার জন্য বিখ্যাত মুকেশ আম্বানির সংস্থা জিও এবার একটি যুগান্তকারী ঘোষণা করেছে। রিলায়েন্সের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় তারা নতুন ‘ডিজিটাল টুইন’ সিস্টেমের কথা জানিয়েছে। এই প্রযুক্তি ভারতের ব্রডব্যান্ড পরিষেবাকে সম্পূর্ণ বদলে দেবে বলে আশা করা হচ্ছে।

কী এই ডিজিটাল টুইন?

জিও-র এই নতুন ‘ডিজিটাল টুইন’ হলো ভারতের একটি ভার্চুয়াল থ্রি-ডি ম্যাপ। আপনার বাড়ি, পাড়া, রাস্তা এবং সমস্ত পরিকাঠামোর একটি ডিজিটাল সংস্করণ জিও ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। এর ফলে নতুন ব্রডব্যান্ড কানেকশনের জন্য আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। জিও প্রতিশ্রুতি দিয়েছে, আবেদন করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আপনার বাড়িতে চালু হয়ে যাবে হাই-স্পিড ইন্টারনেট।

কীভাবে কাজ করবে এই সিস্টেম?

আগে জিও-র ইঞ্জিনিয়াররা নতুন কানেকশন দেওয়ার আগে এলাকায় গিয়ে সার্ভে করতেন। কিন্তু এখন এই ডিজিটাল ম্যাপের সাহায্যে তারা অফিস থেকেই সবকিছু দেখে নিতে পারবেন। কোথায় তার টানতে হবে বা কোথায় ইউনিট বসাতে হবে, তার নিখুঁত পরিকল্পনা মুহূর্তের মধ্যে হয়ে যাবে। এর ফলে ইঞ্জিনিয়ারদের বারবার গ্রাহকের এলাকায় যেতে হবে না।

এলোন মাস্কের স্টারলিঙ্ককে টেক্কা?

এলোন মাস্কের স্টারলিঙ্ক ভারতে তাদের পরিষেবা শুরু করার আগেই জিও এই নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। অনেকে মনে করছেন, জিও-র এই পদক্ষেপ স্টারলিঙ্ক-এর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলার জন্য একটি কৌশল। সংস্থা জানিয়েছে, তাদের এই নতুন পদ্ধতি গ্রাহকদের সময় বাঁচাবে এবং ইন্টারনেট পরিষেবার গতি ও দক্ষতা অনেক বাড়িয়ে দেবে।