অধ্যক্ষের স্ত্রীর নাম ‘দাগি’ তালিকায়, অস্বস্তিতে কলেজ

২৬ হাজার শিক্ষকের প্যানেল বাতিলের পর এবার ‘দাগি’ তালিকায় নাম উঠে আসায় চরম অস্বস্তিতে পড়েছেন পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুর ডঃ ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। এই তালিকায় জ্বলজ্বল করছে তারই স্ত্রী সুমনা মল্লিকের নাম। তিনি আগে জামালপুরের বেড়ুগ্রাম হাইস্কুলের এডুকেশনের শিক্ষিকা ছিলেন।

অধ্যক্ষের প্রতিক্রিয়া

সুমনা মল্লিকের নাম ‘দাগি’ তালিকায় আসায় অধ্যক্ষ অমল কুমার ঘোষ ক্যামেরা থেকে দূরে থাকছেন। তবে তিনি জানিয়েছেন, আইনের উপর তার পূর্ণ আস্থা আছে এবং তিনি আইনি পথে লড়বেন।

ছাত্র সংগঠনের ক্ষোভ

এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে। বর্ধমান ২ ব্লকের TMCP কনভেনার অর্ণব দত্ত বলেন, “একজন অধ্যক্ষের স্ত্রীর নাম এই তালিকায় থাকা খুবই লজ্জার। এর ফলে কলেজের সম্মান নষ্ট হচ্ছে।”

কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরাও এই ঘটনায় ক্ষুব্ধ। ছাত্রী বর্ষা দত্ত বলেন, “যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে এমন অভিযোগ জড়িয়ে যায়, তখন সেই কলেজের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।” এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পুরো কলেজ ক্যাম্পাসে চাপা উত্তেজনা বিরাজ করছে।