মাত্র ১৮০৬ জন, দাগি-তালিকায় এত কম নাম কেন? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে SSC

পশ্চিমবঙ্গের এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টেও প্রশ্ন উঠে গেল। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন (SSC) ১৮০৬ জন অযোগ্য প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই তালিকা দেখে প্রশ্ন তুলেছে, “দাগিদের নামের তালিকা এত কম কেন?”

বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই প্রশ্ন তোলে। আদালত জানিয়েছে, সিবিআইয়ের দেওয়া তালিকায় এর থেকে অনেক বেশি নাম ছিল। তাহলে কমিশনের তালিকায় এত কম কেন? জবাবে কমিশন জানিয়েছে, সিবিআই তালিকায় যাদের নাম ছিল, তাদের সবার চাকরি হয়নি। কমিশন শুধু তাদের নামই প্রকাশ করেছে যারা চাকরি পেয়েছে।

তবে আইনজীবী ফিরদৌস শামিম এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও আগে বলেছিলেন, অযোগ্যদের সংখ্যাটা ৫-৬ হাজার হতে পারে। তাঁদের এই কথার সুর এবার শোনা গেল সুপ্রিম কোর্টের গলাতেও।

আদালত কমিশনকে সতর্ক করে বলেছে, নতুন যে পরীক্ষা হচ্ছে, তাতে যেন কোনও অযোগ্য প্রার্থী বসতে না পারে। কমিশনের আইনজীবী জানিয়েছেন, কমিশন এ ব্যাপারে সতর্ক আছে। চাকরিহারা চিন্ময় মণ্ডল এবং আইনজীবী ফিরদৌস শামিমও এই বিষয়ে তাঁদের বক্তব্য জানিয়েছেন। তাঁরা বলছেন, এখনও অনেক অযোগ্য প্রার্থী রয়েছে যাদের নাম তালিকায় আসেনি এবং তারা নতুন পরীক্ষায় বসার সুযোগ পেতে পারে।

এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে, এসএসসি দুর্নীতি মামলার জল এখনও অনেক দূর গড়াবে।