OC-কে উদ্দেশ্য করে কটূক্তি, একাধিক পুলিশকে মারধরের অভিযোগ! গ্রেফতার এক যুবতী-সহ ৫ মদ্যপ

সল্টলেকের সিএফ ব্লকে মদ্যপ যুবক-যুবতীদের তাণ্ডবের ঘটনায় এক তরুণীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। রবিবার মাঝরাতে এই ঘটনা ঘটে, যেখানে পুলিশের এক কর্মকর্তাকে কটূক্তি ও মারধর করার অভিযোগ উঠেছে।

রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ কলকাতা পুলিশের বটতলা থানার ওসি সুবর্ণ দত্ত চৌধুরী নিজের পরিবারের সঙ্গে সিএফ ব্লকের একটি ধাবায় খেতে গিয়েছিলেন। সেখানে পাশের টেবিলে বসে থাকা কয়েকজন মদ্যপ যুবক-যুবতী চিৎকার-চেঁচামেচি শুরু করে। ওসি প্রতিবাদ করলে, তারা তাকে কটূক্তি ও হুমকি দেওয়া শুরু করে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসার সময় দুই সাব-ইন্সপেক্টরকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পরপরই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে এবং ওই তরুণীসহ পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে সরকারি কর্মীকে মারধর, সরকারি কাজে বাধা দেওয়া এবং হুমকি দেওয়ার মতো একাধিক ধারায় মামলা করা হয়েছে।

সোমবার ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় এবং পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।