‘শতাব্দীর সবচেয়ে বড়’ বন্যায় ডুবলো পাকিস্তান, জীবনসঙ্কটে লক্ষ লক্ষ প্রাণ, শয়ে শয়ে মৃত্যু!

পাকিস্তান সম্ভবত গত একশো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এবার পাকিস্তানে অস্বাভাবিক বেশি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে শতদ্রু, চেনাব এবং রাভি নদীর জলস্তর রেকর্ড পরিমাণে বেড়ে গেছে। একসাথে তিনটি নদীতে এমন প্লাবন ইতিহাসে এই প্রথমবার।

ভয়াবহ ক্ষয়ক্ষতি ও প্রাণহানি
পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, এই বন্যায় ২০ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২,০০০-এরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। সরকার এই দুর্যোগপূর্ণ এলাকা থেকে প্রায় ৭ লক্ষ ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। একই সঙ্গে ৫ লক্ষ ১৬ হাজার গবাদি পশুকেও সরানো হয়েছে। ২৬ জুন থেকে শুরু হওয়া এই বিপর্যয়ে এখন পর্যন্ত কমপক্ষে ৮৪৯ জন নিহত এবং ১,১৩০ জন আহত হয়েছে। শুধুমাত্র গত এক সপ্তাহেই ৩৩ জন মানুষ মারা গেছেন।

ভবিষ্যৎ বন্যার আশঙ্কা
ভবিষ্যতের কথা মাথায় রেখে দক্ষিণ সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ সেচ বিভাগকে “সুপার ফ্লাড”-এর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, পাকিস্তানের আবহাওয়া বিভাগ স্থানীয় প্রশাসনগুলিকে সতর্ক করে রেখেছে। গত মাসে খাইবার পাখতুনখোয়ায় টানা বৃষ্টি এবং ভূমিধসের কারণে প্রায় ৪০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। এবারের বন্যা সেই স্মৃতিকে আরও ভয়ংকর করে তুলছে।