হেলমেট ছাড়া আর মিলবে না পেট্রোল! আজ থেকেই চালু কড়া নিয়ম, অমান্য করলেই কঠোর শাস্তি!

উত্তরপ্রদেশে আজ, ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ (No Helmet No Fuel) অভিযান। এই নিয়ম অনুযায়ী, এখন থেকে হেলমেট ছাড়া কোনো বাইক আরোহীকে পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়া হবে না। এই অভিযানটি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই উদ্যোগ নিয়ে বলেন, “আমাদের উদ্দেশ্য মানুষকে শাস্তি দেওয়া নয়, বরং সবাইকে নিরাপদে রাখা। প্রথমে হেলমেট পরুন, তারপর পেট্রোল নিন।” তিনি বিশ্বাস করেন যে, এই নিয়ম মানলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। তার মতে, হেলমেট পরা কেবল আইন মানার জন্য নয়, নিজের জীবন রক্ষার জন্যও অত্যন্ত জরুরি।

এই অভিযান সফল করতে জেলা সড়ক নিরাপত্তা কমিটির নেতৃত্বে পুলিশ, পরিবহন দপ্তর এবং প্রশাসন যৌথভাবে কাজ করছে। এছাড়াও, খাদ্য ও লজিস্টিক দপ্তর প্রতিটি পেট্রোল পাম্পের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। পরিবহন কমিশনার ব্রজেশ নারায়ণ সিং জানিয়েছেন, সরকার সচেতনতা বাড়াতে পারে, কিন্তু এই নিয়ম মেনে চলার মূল দায়িত্ব জনগণেরই।

বিশেষজ্ঞরা মনে করেন, উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপ শুধু জরিমানা থেকে বাঁচানোর জন্য নয়, বরং মানুষের মধ্যে হেলমেটের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেও সাহায্য করবে। প্রতি বছর বাইক দুর্ঘটনায় বহু মানুষ মারা যায়, কিন্তু হেলমেট ব্যবহার করলে এই প্রাণহানির ঝুঁকি অনেক কমে যায়। এখন দেখার বিষয়, এই উদ্যোগ কতটা বাস্তবায়িত হয়।