পুতিনের সঙ্গে হাত মেলাতে দৌড়ে গেলেন শাহবাজ শরিফ, মুখ ফেরালেন জিনপিং! ভিডিও দেখে হাসির রোল

সম্প্রতি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর শীর্ষ সম্মেলনের প্রথম দিনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর দেওয়া একটি ব্যাঙ্কোয়েটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখতে পেয়ে তার সঙ্গে হাত মেলাতে দৌড়ে যান। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

ইনকগনিটো নামক একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ব্যাঙ্কোয়েটে পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে কথা বলতে বলতে হেঁটে চলেছেন। হঠাৎই পুতিনকে দেখতে পেয়ে শাহবাজ শরিফ দ্রুত তার দিকে ছুটে যান এবং হাত মেলানোর চেষ্টা করেন।

ভিডিওটি অস্পষ্ট হলেও বোঝা যায়, সৌজন্যের খাতিরে পুতিন তার সঙ্গে হাত মেলান। তবে পুতিনের আচরণে স্পষ্ট ছিল যে তিনি শাহবাজ শরিফকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, অন্যান্য দেশের নেতারা যখন সংযম দেখাচ্ছেন, তখন শাহবাজ শরিফ পুতিনের সাথে হাত মেলাতে দৌড়ে গেলেন। এতে আরও বলা হয় যে শি জিনপিং সম্ভবত বুঝতে পেরেছিলেন শাহবাজ কী করতে চলেছেন, তাই তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে তাকে উপেক্ষা করেন।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “এসসিও শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আয়োজক দেশের প্রেসিডেন্টও উপেক্ষা করেছেন।” আরেকজন রসিকতা করে বলেছেন, “পুতিন জিনপিংকে বলছেন, হাত মেলানোর পর এরা বিরিয়ানি চাইবে!” সব মিলিয়ে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই আচরণ নিয়ে নেট দুনিয়ায় হাসির রোল পড়েছে।