‘দাগি’ তালিকায় মেয়ের নাম, “তৃণমূল করি, তাই আমাদেরকে হাইলাইট করা হচ্ছে”- বিস্ফোরক উপ পুরপ্রধান

এসএসসি-র প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম উঠে আসায় অস্বস্তিতে পড়েছেন নিউ ব্যারাকপুর পুরসভার উপ-প্রধান স্বপ্না বিশ্বাস। এই ঘটনায় এলাকা জুড়ে পোস্টার পড়েছে এবং বিজেপির পক্ষ থেকে তার পদত্যাগের দাবিও জানানো হয়েছে।
স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) যখন অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করে, তাতে শতাব্দী বিশ্বাসের নামও ছিল। এই খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বিজেপি নেতা তাপস তালুকদার মন্তব্য করেছেন, “আগে যোগ্যদের তালিকা বের হতো, এখন অযোগ্যদের তালিকা বের হয়। পানিহাটির বিধায়কের পুত্রবধূর নামও এই তালিকায় আছে। এতেই বোঝা যায় তৃণমূল কীভাবে দুর্নীতিতে জড়িয়েছে।”
নিজের মেয়ের নাম অযোগ্যদের তালিকায় দেখে স্বপ্না বিশ্বাস অবাক হয়েছেন। তিনি বলেন, তার মেয়ে পড়াশোনা করে স্বচ্ছতার সঙ্গেই চাকরি পেয়েছে। শতাব্দী ২০১২ সালে বিয়ে করেছেন, আর তিনি উপ-প্রধান হয়েছেন ২০২২ সালে। তাই মেয়ের চাকরির সঙ্গে তার কোনো রাজনৈতিক যোগ নেই।
স্বপ্না বিশ্বাস আরও বলেন, “অনেকেরই তো চাকরি গিয়েছে, কিন্তু যেহেতু আমরা তৃণমূল করি, তাই আমাদেরকে হাইলাইট করা হচ্ছে। এসএসসির এই তালিকা প্রকাশে আমাদেরই মান-সম্মান নষ্ট হচ্ছে।” তিনি আদালতের ওপর ভরসা রাখার কথা জানিয়েছেন।