‘ক্ষমতা থাকলে নিজের ছেলেদের চাকরি করিয়ে দিতাম’, দুর্নীতিতে নাম জড়াতেই মন গোলানো কথা TMC নেতার!

সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) অযোগ্য শিক্ষকদের যে তালিকা প্রকাশ করেছে, তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই তালিকায় নাম রয়েছে পোলবার সেঁইয়া গ্রামের বাসিন্দা কপিল কুমার মিস্ত্রির। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতা অজিত ঘোষকে মোটা টাকা দিয়ে তিনি এই চাকরি পেয়েছিলেন।

সাত ও চৌদ্দ সেপ্টেম্বর নতুন নিয়োগের জন্য পরীক্ষার কথা রয়েছে। তার আগেই এসএসসি যে ১৮০৬ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে, তাতে অনেক শাসক দলের নেতা এবং তাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে। এই তালিকায় কপিল কুমারের সিরিয়াল নম্বর ৬১৩। স্থানীয়দের অভিযোগ, ২০২২ সালে চাকরি পাওয়ার জন্য তিনি পোলবা দাদপুর ব্লকের তৃণমূল সম্পাদক ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ অজিত ঘোষকে টাকা দিয়েছিলেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অজিত ঘোষ। তিনি বলেন, “আমার যদি ক্ষমতা থাকত, তাহলে নিজের বেকার ছেলেদের চাকরি করিয়ে দিতাম।” তিনি আরও দাবি করেন যে, প্রতিবেশীরা ব্যক্তিগত রাগ থেকে তার নাম বলছেন। যদিও তিনি স্বীকার করেন যে কপিলের পরিবারের সঙ্গে তার যোগাযোগ আছে, তবে সেটি পারিবারিক কামারের ব্যবসার সূত্রে, রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এদিকে, নাম সামনে আসার পর থেকেই কপিল কুমার মিস্ত্রীকে আর এলাকায় দেখা যাচ্ছে না। তার পরিবারের সদস্যরা বলছেন, তিনি অনেক দিন হলো বেড়াতে গেছেন। ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।