“৬০% কর্মী ছাঁটাই হবে…?”- অনলাইন মানি গেমিং নিষিদ্ধ হওয়ায় বিপাকে শত শত কর্মী

ভারতে অনলাইন মানি গেমিং নিষিদ্ধ হওয়ার পর এই ব্যবসার সঙ্গে যুক্ত অনেক কোম্পানিই এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এর ফলে কর্মী ছাঁটাইয়ের খবরও আসতে শুরু করেছে। সূত্রের খবর, ভারতের অন্যতম বড় অনলাইন গেমিং কোম্পানি মোবাইল প্রিমিয়ার লিগ (MPL) তাদের প্রায় ৬০ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছে। এই সংখ্যা প্রায় ৩০০ জন।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি কর্মীদের কাছে একটি ই-মেল পাঠিয়েছেন এমপিএল-এর সিইও সাই শ্রীনিবাস। সেই ই-মেলে তিনি বলেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা ভারতে আমাদের টিম ছোট করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি জানান যে, এমপিএল-এর মোট আয়ের প্রায় ৫০ শতাংশ ভারত থেকে আসত। কিন্তু নতুন আইন আসার পর এখন সেই আয় সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তাই বাধ্য হয়েই কর্মী ছাঁটাই করতে হচ্ছে। মার্কেটিং, ফিনান্স, অপারেশনস, ইঞ্জিনিয়ারিং, লিগ্যাল – সব বিভাগের কর্মীদেরই কাজ হারাতে হচ্ছে।
এমপিএল একসময় ভারতের সবচেয়ে বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম ছিল। এটি ড্রিম ১১-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করত। তবে, এখন ভারতে ব্যবসা বন্ধ হওয়ায় কোম্পানিটি এখন ইউরোপ, আমেরিকা এবং ব্রাজিলের মতো বিদেশি বাজারে মনোযোগ দিচ্ছে। কয়েক বছর আগে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিও এই কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন। তবে বর্তমানে তার বিনিয়োগের পরিমাণ কত, তা জানা যায়নি।
কেন্দ্রীয় সরকার সম্প্রতি ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫’ নামের একটি নতুন আইন পাস করেছে। এই আইনের ফলে যেসব অনলাইন গেমিং প্ল্যাটফর্মে সরাসরি টাকার লেনদেন হয়, তাদের ব্যবসা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।