‘ড্রাগনের সামনে হাতির আত্মসমর্পণ’! মোদীর চিন সফর নিয়ে তীব্র আক্রমণ কংগ্রেসের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন সফর এবং সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র বৈঠকে তার দেওয়া বক্তব্য নিয়ে আবারও সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশের মতে, চিন-ভারত বন্ধুত্ব আসলে ‘ড্রাগনের কাছে হাতির আত্মসমর্পণ’।

সোমবার এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানকে নাম না করে সন্ত্রাসবাদ নিয়ে তুলোধোনা করেন। তিনি বলেন, “সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনও দ্বিচারিতা গ্রহণযোগ্য নয়। আমাদের একসঙ্গে সবরকমের সন্ত্রাসবাদের বিরোধিতা করতে হবে।”

এই বক্তৃতার পরেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ মোদীকে বিঁধে এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্ট করেন। তিনি বলেন, “ভারত এতদিন ধরে সন্ত্রাসবাদ নিয়ে চিনের দ্বিচারিতার বিরুদ্ধে সোচ্চার ছিল। কিন্তু এখন মোদী বলছেন ভারত এবং চিন দুই দেশই সন্ত্রাসবাদের শিকার। এটাকে যদি ড্রাগনের সামনে হাতির আত্মসমর্পণ না বলা হয়, তাহলে আর কী বলা হবে?” তিনি ‘কোটোইং’ শব্দটি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে, ভারত চিনের সামনে নতজানু হয়েছে।

জয়রাম রমেশ আরও অভিযোগ করেছেন যে, মোদী শুধু আত্মসমর্পণই করেননি, বরং দেশবিরোধী আচরণও করেছেন। তিনি বলেন, “অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান এবং চিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ভারতের সেনাকর্তারাও এই কথা বলেছেন। কিন্তু শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে মোদী এই বিষয়ে একটি শব্দও উচ্চারণ করেননি।” জয়রাম রমেশের দাবি, মোদীর ‘৫৬ ইঞ্চি ছাতি’ আসলে ‘ফাঁপা’।

রবিবারও কংগ্রেস মোদী-জিনপিং বৈঠক নিয়ে সমালোচনা করেছিল। তারা মোদীর এই সফরে ভারত-চিনের সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছে।