কাজ করতে গিয়ে পুলিশের কবলে দুই ভাই! বুক ফাটা কান্না বৃদ্ধা মায়ের, কেন করল আটক?

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার উত্তর দেবীপুর এলাকার দুই শ্রমিককে হরিয়ানা পুলিশ আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেই তাদের আটক করা হয়েছে। দুই মাস আগে ক্যাটারিংয়ের কাজে হরিয়ানায় গিয়েছিলেন রুবিকুল আলী ও জাফর আলী নামে এই দুই ভাই।

যোগাযোগ বিচ্ছিন্ন, পরিবার দিশেহারা
পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ আগে স্থানীয় পুলিশ তাদের আটক করে। প্রথম দিকে একবার ফোনে কথা বলতে পারলেও এখন তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না। পরিবারের দাবি, প্রয়োজনীয় সব কাগজপত্র দেখানোর পরেও পুলিশ তাদের ছেড়ে দিচ্ছে না।

এই দুই ভাই-ই তাদের পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তাদের পাঠানো টাকাতেই গ্রামে থাকা বৃদ্ধা মায়ের সংসার চলত। ছেলেরা আটকে পড়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। কাঁদতে কাঁদতে তিনি প্রতিবেশীদের কাছে সাহায্য চাইছেন এবং বলছেন, “আমার দুই ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিন। তাদের ছাড়া আমি বাঁচতে পারব না।”

মানুষের ক্ষোভ
স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং এটিকে অমানবিক বলে অভিহিত করেছেন। তারা প্রশাসনকে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে দুই ভাইকে মুক্ত করার দাবি জানিয়েছেন।