যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে সর্বদলীয় প্রস্তাবের বার্তা শুভেন্দু অধিকারীর

যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষার জন্য এবার একজোট হয়ে লড়াই করার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই বিষয়ে একটি সর্বদলীয় প্রস্তাব আনা হবে এবং এর মাধ্যমে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিধানসভায় যে বিশেষ অধিবেশন চলবে, সেখানেই শিক্ষকদের চাকরি বহাল রাখার জন্য সর্বদলীয় প্রস্তাব আনার কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরা চূড়ান্ত। যদি রাজ্য সরকার ১৮০৬ জনকে বাদ দিয়ে যোগ্য শিক্ষকদের তালিকা পেশ করে, আমরা তা সর্বসম্মতিক্রমে সমর্থন করব।”

শুভেন্দু আরও বলেন, এই প্রস্তাব পাশ হওয়ার পর রাজ্য সরকার যেন সুপ্রিম কোর্টে যায়। সেখানে গিয়ে তারা যেন বলে যে বাংলায় একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে, যেখানে যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষার জন্য শাসক ও বিরোধী দল একসঙ্গে কাজ করেছে।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি আজ সন্ধ্যার মধ্যে মুখ্যসচিবকে একটি চিঠি লিখবেন। একইসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ স্পিকারকে চিঠি লিখবেন। যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তিনি ৭ তারিখ বিকেলে চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন।

শুভেন্দুর এই পদক্ষেপে খুশি চাকরিহারা শিক্ষকদের একাংশ। আন্দোলনকারী চিন্ময় মণ্ডল বলেন, “যদি উনি এটা করেন, তাহলে খুব ভালো হয়। যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের যেন সুরক্ষা দেওয়া হয়।” তিনি আরও বলেন, বিধানসভায় এমন একটি প্রস্তাব পাশ হলে তা সত্যিই একটি নজিরবিহীন ঘটনা হবে।