অবশেষে মেয়ের মুখ দেখালেন গৌরব-চিন্তামণি! কি নাম রাখলেন একরত্তির? দেখুন মিষ্টি ভিডিও

রথযাত্রার দিন বাবা-মা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেতা গৌরব মণ্ডল এবং তাঁর স্ত্রী চিন্তামণি ডায়না। বৃন্দাবনেই তাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। এবার রাধাষ্টমীর শুভ দিনে তারা তাদের মেয়ের ছবি সবার সামনে এনেছেন।

সন্তানের জন্মের পর থেকেই অনুরাগীরা তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার রাধাষ্টমীর দিন চিন্তামণি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যায়, তাদের ছোট্ট মেয়ে রাধারাণীর মতো সেজেছে। তার পরনে গোলাপি রঙের শাড়ি, কপালে চন্দন ও কুমকুমের কল্কা আঁকা। ফুলের বিছানায় বাবা-মায়ের মাঝে শুয়ে সে হাত-পা ছুড়ে খেলা করছে।

ভিডিওটি পোস্ট করে চিন্তামণি মেয়ের নামও জানিয়েছেন। তার নাম রাস্মিতা রাধে দাসী। এই নামের অর্থ হলো ‘কৃষ্ণের জন্য শ্রী রাধার অমৃতময় দিব্য প্রেমময় স্নিগ্ধতার দাসী’। চিন্তামণি আরও লিখেছেন যে, তাদের মেয়ে বৃন্দাবনে জন্ম নেওয়ায় সে একজন ‘ছোট্ট ব্রজবাসী কন্যা’। তিনি বলেন, “রাস্মিতা শ্রী রাধার এক ক্ষুদ্র ঐশ্বরিক স্ফুলিঙ্গ, যার হৃদয়ে শ্রীকৃষ্ণ বাস করেন। আজ আমরা ওকে সকলের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।”

 

View this post on Instagram

 

A post shared by Dream GIRL with Vrindavan Soul❤️Professional Dancer (@chintamani_diana)

মেয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, ছোট্ট রাধারাণীকে দেখে তারা ধন্য। একজন লিখেছেন, “ওহ, ওর চোখ।” আরেকজন মন্তব্য করেছেন, “ওর চোখগুলো ওর মায়ের মতো।”

উল্লেখ্য, রাশিয়ার নাগরিক চিন্তামণি ছোটবেলা থেকেই ইস্কনের সঙ্গে যুক্ত। সেই সূত্রেই তার ভারতে আসা এবং পরে গৌরবের সঙ্গে তার সম্পর্ক হয়। ২০২২ সালে তাদের আংটি বদল হয় এবং ২০২৫ সালের জানুয়ারি মাসে বৃন্দাবনেই তারা সামাজিক বিয়ে করেন। জুনেই তাদের প্রথম সন্তান জন্ম নেয়।