‘অপারেশন সিঁদুর’-ও শিক্ষা হয়নি পাকিস্তানের! কাশ্মীরে ফের অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের, রুখে দাঁড়াল সেনা

‘অপারেশন সিঁদুর’-এর পরেও শিক্ষা হয়নি পাকিস্তানের। সোমবার জম্মু ও কাশ্মীরের বালাকোটে ফের একদল জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু ভারতীয় সেনারা তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেয়নি। সম্প্রতি, জম্মু-কাশ্মীরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই সেখানে গিয়েছিলেন। তাঁর উপস্থিতিতেই এই ঘটনা ঘটল।

সেনাবাহিনী জানিয়েছে, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বালাকোটের ডাব্বি গ্রামের কাছে একদল জঙ্গিকে ঢুকতে দেখেন জওয়ানরা। সঙ্গে সঙ্গেই গুলি চালিয়ে তাদের রুখে দেওয়া হয়। সেনার আক্রমণের মুখে জঙ্গিরা পিছু হটে পালানোর চেষ্টা করে। তবে দ্রুতই অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে। সোমবার অনেক বেলা পর্যন্তও ওই এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছিল।

গোয়েন্দা সূত্রে খবর, গত সপ্তাহেই তিনজন পাকিস্তানি জঙ্গি বিহার সীমান্ত হয়ে নেপাল দিয়ে ভারতে ঢুকেছে। এই তথ্যের ভিত্তিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে, সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানের ড্রোন উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ভারতীয় সেনার গতিবিধি লক্ষ্য করার জন্যেই এই ড্রোনগুলো পাঠানো হয়েছিল।

রবিবারও পুঞ্চের মান্ডি এলাকায় পুলিশের অভিযানে দুই সশস্ত্র জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একে-৪৭ রাইফেল ও গ্রেনেড উদ্ধার করা হয়। এছাড়াও, গুজরাটের কচ্ছ অঞ্চলে বিএসএফ ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে ১৫ জন পাকিস্তানি মৎস্যজীবীকেও গ্রেফতার করা হয়েছে। তাদের নৌকা থেকে বিপুল পরিমাণ রসদ ও জ্বালানি পাওয়া গেছে, যা প্রমাণ করে যে তারা দীর্ঘ দিন ধরে ভারতীয় জলসীমায় ঘোরাফুরি করছিল।