‘মূর্খরা আসলে বাগধারা বোঝে না’, শাহকে আপত্তিকর মন্তব্যে FIR নিয়ে পুলিশকে ‘মূর্খ’ তোপ মহুয়া মৈত্রর!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এফআইআর দায়ের হওয়ায় এবার ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি অভিযোগ করেছেন, যারা এফআইআর দায়ের করেছে, তারা আসলে ‘মূর্খ’ এবং বাগধারার অর্থ বোঝে না।

২৬ আগস্ট কৃষ্ণনগরে একটি অনুষ্ঠানে মহুয়া মৈত্র অনুপ্রবেশ ইস্যুতে মন্তব্য করেন। তিনি বলেন, “যদি ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী ঠিকমতো কাজ না করেন, তাহলে তার মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত।” মহুয়া আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিলেন যে অনুপ্রবেশকারীরা দেশের জনসংখ্যা বদলে দিচ্ছে, আর তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো হাততালি দিচ্ছিলেন।

মহুয়ার এই মন্তব্যে তীব্র বিতর্ক শুরু হয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহুয়াকে খোঁচা দিয়ে বলেন, ইংরেজি জানলেই যে সঠিক শিক্ষা থাকে, তা নয়। এরপর নদিয়া জেলার বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। একই ধরনের অভিযোগ ছত্তিশগড়ের রায়পুরের মানা ক্যাম্প থানাতেও দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ ও ১৯৭ ধারায় এই মামলা রুজু হয়েছে।

মহুয়া এই এফআইআর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি যা বলেছি, এফআইআরে তা বিকৃতভাবে দেখানো হয়েছে। আসলে যারা ভুয়া এফআইআর দায়ের করে, তারা গুগল ট্রান্সলেটর ব্যবহার করে বাংলা থেকে ইংরেজি বা হিন্দিতে অনুবাদ করে। মূর্খরা বাগধারা বোঝে না।” তিনি মনে করিয়ে দেন যে, এই ছত্তিশগড় পুলিশ এর আগেও বাংলার পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে ভুয়া এফআইআর দায়ের করেছিল।