কলেজের অধ্যাপকের তোলপাড় নাচ… কলেজ ফেস্টে নাচ দেখে মুগ্ধ সকলে, দেখেনিন ভিডিও

আজকাল সোশ্যাল মিডিয়ায় এক অধ্যাপককে নিয়ে দারুণ আলোচনা চলছে। তার পেশা শিক্ষকতা হলেও তার আসল নেশা নাচ। সম্প্রতি তিনি মঞ্চে একটি অনুষ্ঠানে বলিউডের বিখ্যাত গান ‘মুকাবলা’তে নাচতে গিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। এই অধ্যাপক হলেন বেঙ্গালুরুর গ্লোবাল অ্যাকাডেমি অফ টেকনোলজির (GAT) ফ্যাকাল্টি সদস্য পুষ্প রাজ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে ‘মুকাবলা’ গানটি শুরু হতেই অধ্যাপক পুষ্প রাজ কোমর দুলিয়ে নাচতে শুরু করেন। তিনি এতটাই মুগ্ধ হয়ে নাচছিলেন যে একসময় তার পায়ের একটি জুতো খুলে পড়ে যায়। কিন্তু তাতেও তিনি থামেননি। বরং ইচ্ছে করেই অন্য জুতোটিও খুলে ফেলেন এবং খালি পায়ে নাচতে থাকেন। তার এই পারফরম্যান্স দেখে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যান।
ভিডিওটি ‘gatalbum’ নামের একটি ইনস্টাগ্রাম আইডি থেকে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের অধ্যাপকের আরেকটি দারুণ পারফরম্যান্স’। এই ভিডিওটি এখন পর্যন্ত ৭০ লাখেরও বেশিবার দেখা হয়েছে এবং ৬ লাখেরও বেশি মানুষ এটি পছন্দ করেছেন।
\নেটদুনিয়ায় প্রশংসা
ভিডিওটি দেখে মানুষ নানা রকম মন্তব্য করেছেন। অনেকে তাকে ‘নৃত্যশিল্পী’ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ তাকে কিংবদন্তি মাইকেল জ্যাকসনের সঙ্গে তুলনা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই তার স্বপ্ন ছেড়ে পরিবারের জন্য শিক্ষক হয়েছেন’, আবার অন্য একজন লিখেছেন, তিনি মনে প্রাণে একজন নৃত্যশিল্পী, কিন্তু তাকে অধ্যাপক হতে হয়েছে।
প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও অধ্যাপক পুষ্প রাজ ‘নাটু নাটু’ গানে তার পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছিলেন। সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল।