“আমি ক্যানসেল করলে ফাইন কাটবে, আপনি করুন”, এ কথা বলতেই যা হলো? অ্যাপ বাইক চালককে বেধড় মার্!

ক্রেতার ব্যাগ নিয়ে বাইকে যেতে রাজি না হওয়ায় অ্যাপ বাইক চালকের হাতে বেধড়ক মারধরের শিকার হলেন এক দোকান মালিক। রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে জোড়াবাগান এলাকায়। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
কী ঘটেছিল?
রবিবার রাতে জোড়াবাগান থানার রবীন্দ্র সরণিতে নিজের কাঁসা-পিতলের দোকানে বসে ছিলেন সম্রাট নামের এক ব্যক্তি। সেই সময় একজন ক্রেতা এসে কিছু বাসন কেনেন। এরপর তিনি সম্রাটকে অনুরোধ করেন একটি অ্যাপ বাইক বুক করে দিতে। সম্রাট তার ফোন থেকে একটি বাইক বুক করেন। বাইক চালক ঘটনাস্থলে আসার পর ব্যাগের কারণে ক্রেতাকে নিতে অস্বীকার করেন। ক্রেতার কাছে একটি ব্যাগে কিছু বাসন ছিল।
সম্রাট বাইক চালককে বলেন, যদি তিনি রাইড বাতিল করেন, তাহলে তার জরিমানা কাটা হবে। বাইক চালক তাতে রাজি হননি। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাইক চালক সম্রাটকে রাস্তায় ফেলে মারধর করেন এবং তার জামাকাপড় ছিঁড়ে দেন। এরপর আশেপাশের লোকজন ছুটে এলে বাইক চালক বাইক নিয়ে পালিয়ে যান।
আহত অবস্থায় সম্রাটকে স্থানীয়রা উদ্ধার করে। তিনি জানান, “আমি বলেছিলাম রাইড বাতিল করলে আমার জরিমানা কাটা হবে। এই কথা বলার পরেই তিনি আমাকে মারধর করেন।” এই ঘটনায় জোড়াবাগান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে ধরার জন্য তদন্ত শুরু করেছে।