“ভারতের ব্রাহ্মণরা লাভ লুটছেন”, এ কথা বলে কী বোঝাতে চাইলেন মার্কিন বাণিজ্য উপদেষ্টা?

সম্প্রতি ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বেশ টানাপোড়েন চলছে। এর মূল কারণ হলো, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকার চাপ। এই পরিস্থিতিতে মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতকে নিশানা করে এক অদ্ভুত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারতের সাধারণ মানুষের ক্ষতি করে ব্রাহ্মণরা বাণিজ্যিক মুনাফা লুটছেন।

নাভারোর বক্তব্য
আমেরিকার একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাভারো বলেন, “নরেন্দ্র মোদী একজন মহান নেতা এবং ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ।” এরপরেই তিনি প্রশ্ন তোলেন, এমন একটি দেশ কেন রাশিয়া এবং চিনের সঙ্গে সম্পর্ক রাখছে। তিনি সরাসরি ভারতের জনগণের কাছে আবেদন করেন, “আপনারা দয়া করে বোঝার চেষ্টা করুন। সাধারণ মানুষের ক্ষতি করে আপনাদের দেশে বাণিজ্যিক মুনাফা লুটছেন ব্রাহ্মণরা। এটা বন্ধ করতে হবে।”

উল্লেখ্য, এর আগেও নাভারো ভারতকে কটাক্ষ করে বলেছিলেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ‘মোদি যুদ্ধ’ বলা উচিত, কারণ রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ভারত পরোক্ষভাবে রাশিয়াকে যুদ্ধে মদত দিচ্ছে।

কেন আমেরিকার এই চাপ?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে রাশিয়াকে তেল ও অস্ত্র কেনার জন্য ২৫ শতাংশ এবং অন্যান্য বাণিজ্যিক পণ্যের ওপর আরও ২৫ শতাংশ করে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। আমেরিকার দাবি, ভারত সস্তায় রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনে তা শোধন করে বেশি দামে ইউরোপ এবং অন্যান্য দেশে বিক্রি করছে। এর ফলে রাশিয়া অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে।

তবে ভারত বরাবরই জানিয়েছে, দেশের অর্থনীতি এবং জনগণের স্বার্থে যা ভালো, ভারত সেই পথেই চলবে। সস্তায় তেল কিনে ভারত দেশের মানুষকে মূল্যবৃদ্ধি থেকে বাঁচানোর চেষ্টা করছে এবং অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে চাইছে। এই পরিস্থিতিতে আমেরিকা এবং ভারতের মধ্যেকার এই শীতল সম্পর্ক কবে স্বাভাবিক হবে, সেটাই এখন দেখার বিষয়।