২ মাসে ১১! আবারও খোঁজ মিলল সীমান্তে বাংলাদেশি নাগরিকের, কীভাবে এসেছিলেন ভারতে? শুনলে অবাক হবেন

আবারও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারত-নেপাল সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রবিবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি সীমান্তের পানিট্যাঙ্কিতে অভিযান চালায় এস‌এসবি (SSB) অর্থাৎ সশস্ত্র সীমা বল। সেখান থেকে শ্রী মহৎ চন্দ্র রায় নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়।

কীভাবে ধরা পড়ল?
এস‌এসবি সূত্রে জানা গেছে, ধৃত মহৎ চন্দ্র রায় দুই মাস আগে বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত দিয়ে এক দালালের সাহায্যে ভারতে প্রবেশ করেন। এরপর তিনি খড়িবাড়ি এলাকার পানিট্যাঙ্কিতে আসছিলেন। তার কাছ থেকে বাংলাদেশের একটি পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।

মহৎ চন্দ্র রায়কে ইতিমধ্যেই খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। এটি গত দুই মাসে এই এলাকায় ১১তম বাংলাদেশি নাগরিকের অবৈধ অনুপ্রবেশের ঘটনা। এই ধরনের ঘটনা সীমান্তে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।