দ্য বেঙ্গল ফাইলস-এ বিবেক অগ্নিহোত্রী আসলে কী দেখাতে চান? অবশেষে মুখ খুললেন পরিচালক

‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর এবার বিবেক অগ্নিহোত্রী তৈরি করেছেন আরও একটি বিতর্কিত ছবি, ‘দ্য বেঙ্গল ফাইলস’। ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৪৬ সালের ‘গ্রেট কলকাতা কিলিং’ বা ‘প্রত্যক্ষ সংগ্রাম দিবস’-এর প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। মুক্তির আগেই এটি নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে।
বিবেক অগ্নিহোত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, এই ছবিতে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় দাঙ্গার সত্য তুলে ধরা হয়েছে। ছবিতে দেখানো হয়েছে কীভাবে ১৯৪৬ সালের ১৬ আগস্ট মুসলিম লীগ ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ পালন করে এবং সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে গোপাল চন্দ্র মুখার্জী নামে এক ব্যক্তির প্রধান চরিত্র দেখানো হয়েছে, যিনি হিন্দুদের রক্ষা করার জন্য ‘ভারত জাতীয় বাহিনী’ গঠন করেন।
এই ছবিতে সেই সময়ের রাজনৈতিক ব্যর্থতা, হিন্দু-মুসলিম সংঘাত এবং ধর্মের নামে সাধারণ মানুষের ওপর চালানো অত্যাচার তুলে ধরা হয়েছে। পাশাপাশি, কিছু হিন্দু ও মুসলমানের একে অপরের পাশে দাঁড়ানোর দৃশ্যও দেখানো হয়েছে, যা মানবতার এক উদাহরণ।
ছবিতে মহাত্মা গান্ধীর অহিংসা নীতি, জিন্নাহর রাজনীতি, কংগ্রেস-মুসলিম লীগের দ্বন্দ্ব এবং ব্রিটিশ শাসনের মতো বিষয়গুলোও দেখানো হয়েছে। ছবিটি দেখার পর দর্শকরা ইতিহাসের সত্যতা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে নানা আলোচনা শুরু করেছেন। বিবেক অগ্নিহোত্রী জানান, তার উদ্দেশ্য কোনো বিতর্ক তৈরি করা নয়, বরং সেই সময়ের আসল ঘটনাগুলোকে সামনে আনা।
‘দ্য বেঙ্গল ফাইলস’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, সিমরত কৌর রন্ধাওয়া এবং দিব্যেন্দু ভট্টাচার্য-এর মতো অভিনেতারা।