প্রকাশিত এসএসসি-র ‘দাগি’ তালিকা! ফের উঠে এল তৃণমূল নেত্রীর মেয়ের নাম, নিখোঁজ সপরিবার

এসএসসি-র প্রকাশিত অযোগ্য বা ‘দাগি’ শিক্ষকদের তালিকায় এবার নাম এলো এক তৃণমূল নেত্রীর মেয়ের। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল-এর নাম এই তালিকায় রয়েছে। তালিকা প্রকাশের পর থেকেই নেত্রী ও তার পরিবার সপরিবারে বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছেন। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

কীভাবে নাম এলো তালিকায়?
এসএসসি-র প্রকাশিত তালিকায় ১০৬৯ নম্বরে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম ও রোল নম্বর উল্লেখ করা হয়েছে। যদিও তিনি কোন স্কুলে শিক্ষকতা করতেন, সেই তথ্য দেওয়া হয়নি। বিরোধীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল-এর ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই নেত্রী সন্ধ্যা মণ্ডল তার মেয়ের জন্য অবৈধভাবে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। এই অভিযোগের বিষয়ে সন্ধ্যা মণ্ডল বা তার পরিবারের কেউ কোনো মন্তব্য করেননি।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই ঘটনার থেকে নিজেদের দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। তারা বলছেন, “আইন আইনের পথে চলবে। কেউ যদি অন্যায় করে থাকে, তাহলে তার বিচার আইনের মাধ্যমেই হবে।”

হঠাৎ উধাও কেন?
জানা গেছে, প্রিয়াঙ্কা মণ্ডলের মা সন্ধ্যা মণ্ডল একসময় যোগেশগঞ্জ অঞ্চলের তৃণমূল সভানেত্রী ছিলেন এবং এলাকায় তার যথেষ্ট প্রভাব ছিল। স্থানীয়রা জানিয়েছেন, এসএসসি-র তালিকা প্রকাশের দিনও তাদের এলাকায় দেখা গিয়েছিল। কিন্তু হঠাৎ রবিবার সকাল থেকে তারা সপরিবারে নিখোঁজ। এই কারণে প্রশ্ন উঠেছে, তারা কি আগে থেকেই জানতেন যে প্রিয়াঙ্কার নাম তালিকায় থাকবে? আর সেই কারণেই কি তারা গা-ঢাকা দিয়েছেন?

এই ঘটনাকে ঘিরে সিপিএম ও বিজেপির পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়েছে। সিপিএম নেতা শ্যামল ঘোষ বলেছেন, “তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ভরে আছে। শুধু শিক্ষক নিয়োগ নয়, কয়লা, রেশন-সহ আরও অনেক দুর্নীতিতে তারা জড়িত।” অন্যদিকে, বিজেপি-র রাজ্য মুখপাত্র দীপঙ্কর সরকার বিধায়ক দেবেশ মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।