মাছের বাজারে যুবকের রক্তাক্ত দেহ, মৃতদেহ নিয়ে বাড়ছে রহস্য?

দক্ষিণ কলকাতার হরিদেবপুরের কবরডাঙ্গায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় মাছ বাজারের কাছে এই ঘটনাটি ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে ওই যুবককে খুন করা হয়েছে।

আজ সকালে স্থানীয় মাছ বাজারের দোকানদাররা এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ দেখতে পান। তার মাথায় আঘাতের একাধিক চিহ্ন ছিল। খবর পেয়ে হরিদেবপুর থানা এবং লালবাজারের গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশের ধারণা, অন্য কোথাও খুন করে দেহটি রাতে মাছ বাজারে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা পাথর পাওয়া গেছে, যা দিয়ে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার সময় রাত দেড়টা থেকে দু’টোর মধ্যে হতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

মৃত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় জানা গেলে খুনের কারণ ও জড়িতদের খুঁজে বের করা সহজ হবে বলে পুলিশ মনে করছে। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে এবং স্নিফার ডগ এনে তদন্ত চালানো হচ্ছে। হরিদেবপুর থানা থেকে মাত্র ৭০০ মিটার দূরে এই ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।