সলমনের বাড়িতে কেন ঢোকে না গোমাংস? এর আসল কারণ জানালেন সেলিম খান

অনেকেই মনে করেন মুসলিম পরিবারে নিয়মিত গোমাংস খাওয়া হয়। কিন্তু বলিউড তারকা সলমন খানের পরিবার এক্ষেত্রে ব্যতিক্রম। সলমনের বাবা, চিত্রনাট্যকার সেলিম খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের পরিবারে কেউ গোমাংস খান না এবং তাদের বাড়িতে কখনও গোমাংস রান্না হয় না।

সেলিম খান জানিয়েছেন, অনেক মুসলিম পরিবারে গোমাংস খাওয়া হলেও, তাদের পরিবার পয়গম্বর মহম্মদের কথা মেনে চলে। তিনি বলেন, “পয়গম্বর বলেছিলেন, গরুর দুধ মায়ের দুধের বিকল্প এবং অত্যন্ত উপকারী। তাই গরুকে হত্যা করা উচিত নয়।” মূলত এই বিশ্বাসের কারণেই খান পরিবার গোমাংস থেকে দূরে থাকে।

সেলিম খান আরও বলেন যে, তাদের পরিবারে সব ধর্মকে সমানভাবে সম্মান করা হয়। তার মতে, ঈশ্বরের কোনো ভেদাভেদ নেই। তিনি বলেন, “সলমাকে (সলমন খানের বোন) বিয়ে করার পর আমরা হিন্দু উৎসব পালন করেছি। প্রথম থেকেই হিন্দুদের সঙ্গে আমাদের ওঠাবসা। যেকোনও উৎসবেই আমাদের পরিবারকে একসঙ্গে আনন্দ করতে দেখা যায়। আমাদের পরিবারে কোনো ধর্মীয় ভেদাভেদকে প্রশ্রয় দেওয়া হয় না।”