জেলে থেকেও রাজ্য সরকারের অনুষ্ঠানে অতিথি হিসেবে নাম জ্বলজ্বল করছে জীবনকৃষ্ণের

নিয়োগ দুর্নীতি মামলায় জেলে থাকলেও রাজ্য সরকারের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। অন্যদিকে, যে বিধানসভা এলাকায় এই অনুষ্ঠান হচ্ছে, সেই এলাকার স্থানীয় বিজেপি বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের এস্টেট ম্যানেজারের কার্যালয়ের পক্ষ থেকে আগামী ১১ সেপ্টেম্বর মুর্শিদাবাদ শহরের ওয়াসেফ মঞ্জিলে ‘বেড়া উৎসব’-এর আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাজ্যের আইন ও বিচার বিভাগের মন্ত্রী মলয় ঘটকের নাম রয়েছে। সেই আমন্ত্রিতদের তালিকায় জীবনকৃষ্ণ সাহার নামও জ্বলজ্বল করছে। যদিও তিনি বর্তমানে জেলে রয়েছেন।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, অনুষ্ঠানটি মুর্শিদাবাদ বিধানসভা এলাকায় হলেও, সেই এলাকার বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি, বহরমপুরের বিজেপি বিধায়কের নামও নেই আমন্ত্রিতদের তালিকায়।

এদিকে, শনিবার রাতে স্কুল সার্ভিস কমিশন যে ১৮০৬ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে, সেই তালিকার বেশ কিছু প্রার্থীর কাছ থেকে জীবনকৃষ্ণ সাহা টাকা নিয়েছিলেন বলে দাবি করেছে ইডি। তদন্তকারীরা বলছেন, জীবনের ঘনিষ্ঠ দুই ভাইও এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের একজন ভূগোলের শিক্ষক এবং অন্যজন অঙ্কের শিক্ষক হিসেবে কাজ করতেন। জীবনকৃষ্ণের সঙ্গে তাদের ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে জেলে থাকা একজন বিধায়ককে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।