‘বাঁচাও বাঁচাও’ করে চিৎকার! বাংলাভাষী হওয়ায় জুটল মার, ওড়িশার স্টেশনে হামলার শিকার যুবক

ভিন রাজ্যে বাঙালি হেনস্থার ঘটনা আবারও সামনে এল। এবার ঘটনাটি ঘটেছে ওড়িশায়। বাংলায় কথা বলার ‘অপরাধে’ মারধরের শিকার হয়েছেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বাসিন্দা মুস্তাফা আলি। বর্তমানে তিনি তমলুক জেলা হাসপাতালে ভর্তি আছেন।
কী ঘটেছিল?
বছর দুই আগে মুস্তাফা তাঁর বাবার সঙ্গে ওড়িশার বরগড় জেলার নগেল পল্লী এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। গত ২৬ অগাস্ট তিনি বরদা স্টেশনে এক বন্ধুকে ট্রেনে তুলে দিতে যান। প্ল্যাটফর্মে বাংলায় কথা বলতে শুনে কয়েকজন লোক তাকে জিজ্ঞাসা করে সে বাঙালি কিনা। অভিযোগ, বাঙালি জানার পরই তারা মুস্তাফার ওপর হামলা করে এবং মারধর শুরু করে।
মুস্তাফার চিৎকার শুনে জিআরপিএফ কর্মীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করান। পরে বাড়ির লোকজন গিয়ে তাকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসেন।
বর্তমানে মুস্তাফা স্থিতিশীল আছেন। এই ঘটনা জানার পর নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে তার বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এই ধরনের ঘটনা আবারও ভিন রাজ্যে বাঙালির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।