স্ত্রীর গায়ের রং নিয়ে অসন্তোষ, পুড়িয়ে মেরেছিল স্বামী, মৃত্যুদণ্ডের শাস্তি দিল আদালত

স্ত্রীকে ‘কালো’ বলে নিয়মিত অপমান করার পর পুড়িয়ে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০১৭ সালে রাজস্থানের উদয়পুরের বল্লভনগরে এই জঘন্য ঘটনাটি ঘটেছিল। গত শনিবার উদয়পুরের নিম্ন আদালত এই মামলার রায় দিয়েছে।

জানা গেছে, বিয়ের পর থেকেই কৃষ্ণলাল নামের ওই ব্যক্তি তার স্ত্রী লক্ষ্মীকে গায়ের রঙের জন্য সবসময় কটূক্তি করত। তাকে ‘কালো’ বলে বার বার অপমান করত সে। ২০১৭ সালের ২৪ জুন রাতে কৃষ্ণলাল তার স্ত্রীকে একটি রাসায়নিক মাখতে বলে, এই বলে যে এতে তার গায়ের রঙ ফর্সা হবে। সরল বিশ্বাসে লক্ষ্মী তা মাখলে, কৃষ্ণলাল একটি দেশলাই কাঠি দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়।

যন্ত্রণায় কাতরানো অবস্থায় লক্ষ্মী সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে কৃষ্ণলাল সেখান থেকে পালিয়ে যায়। পরে লক্ষ্মীর শ্বশুর-শাশুড়ি তাকে হাসপাতালে নিয়ে যান। কয়েকদিন পর সেখানেই তার মৃত্যু হয়।

আদালতের রায়
লক্ষ্মীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ কৃষ্ণলালকে গ্রেফতার করে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত তাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। বিচারক রায়ে বলেন, “সভ্য সমাজে এ ধরনের অপরাধ ভাবাও যায় না। দোষী কেবল তার স্ত্রী লক্ষ্মীর প্রতি অন্যায় করেনি, সে গোটা মানবজাতির প্রতি এক জঘন্য অপরাধ করেছে।”