বাড়িতে বসে কাজের টোপ, অনলাইন প্রতারণায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার খোয়ালেন ৯১ লক্ষ

সাইবার অপরাধীরা এখন নতুন নতুন উপায়ে মানুষকে ঠকাচ্ছে। এবার বেঙ্গালুরুতে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনলাইনে কাজ করার টোপে প্রায় ৯১ লাখ টাকা খুইয়েছেন। টেলিগ্রামের মাধ্যমে এই প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার শিকার ওই ৩৬ বছর বয়সী ইঞ্জিনিয়ার বেঙ্গালুরুর কেজি হাল্লি এলাকার বাসিন্দা। তিনি জানান, গত জুলাই মাসে ‘ধন্য’ নামের একটি টেলিগ্রাম চ্যানেল থেকে তার কাছে একটি মেসেজ আসে। সেখানে বলা হয় যে, একটি চেন্নাই-ভিত্তিক কোম্পানি ‘ওয়ার্ক ফ্রম হোম’ অর্থাৎ বাড়ি থেকে কাজ করার জন্য লোক খুঁজছে। কাজটা হলো অনলাইনে বিভিন্ন হোটেলের রেটিং দেওয়া এবং রিভিউ লেখা, যার বিনিময়ে মোটা অঙ্কের কমিশন পাওয়া যাবে।

প্রথমে তার সন্দেহ হলেও, প্রতারকরা তাকে একটি গ্রুপে যোগ করে। সেখানে অনেক সদস্য নিজেদের রোজগারের স্ক্রিনশট পোস্ট করছিল। এতে তার বিশ্বাস জন্মায়। এরপর তিনি কাজ করতে চাইলে তার নামে একটি আইডি ও পাসওয়ার্ড তৈরি করা হয়।

কাজ শুরুর পর তাকে জানানো হয়, যদি তিনি ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে তাকে ‘ওয়েলকাম বোনাস’ হিসেবে ২ লাখ টাকা ফেরত দেওয়া হবে। ওই ইঞ্জিনিয়ার ১৮ জুলাই ১ লাখ টাকা বিনিয়োগ করেন। কয়েক দিন পরেই তার অনলাইন অ্যাকাউন্টে ২ লাখ টাকা দেখানো হয়। এতে তিনি আরও বেশি বিশ্বাস করে নিজের এবং তার মা ও স্ত্রীর অ্যাকাউন্ট থেকে মোট ৯১ লাখ টাকা বিনিয়োগ করেন।

কিন্তু যখন তিনি টাকা তুলতে যান, তখন আসল ফাঁদটি ধরা পড়ে। প্রতারকরা জানায়, টাকা তুলতে গেলে জিএসটি এবং অন্যান্য চার্জ দিতে হবে। এরপর একদিন বলা হয় যে ভুল উপায়ে বিনিয়োগ করার জন্য তার অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে এবং তা খুলতে জরিমানা দিতে হবে। ক্রমাগত টাকার দাবি বাড়তে থাকায় তার সন্দেহ হয় এবং তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ট্রানজ্যাকশনের সূত্র ধরে প্রতারকদের খোঁজ করছে। সাইবার অপরাধীরা যে কত সহজে মানুষের সরলতার সুযোগ নিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে, এই ঘটনা তার আরও একটি বড় উদাহরণ।