পুজোর মাসে স্বস্তি! কমল রান্নার গ্যাসের দাম, কলকাতায় LPG সিলিন্ডারের দর কত? জানুন

পুজোর আগেই সাধারণ মানুষের জন্য সুখবর। বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমলো। দেশের চারটি প্রধান শহরেই ১৯ কেজি ওজনের এই সিলিন্ডারের দাম ৫০ থেকে ৫১.৫ টাকা পর্যন্ত কমেছে। যদিও গৃহস্থালির ১৪.২ কেজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আসেনি।

ইন্ডিয়ান অয়েল-এর পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫০.৫ টাকা কমে হয়েছে ১,৬৮৪ টাকা। গত মাসে এর দাম ছিল ১,৭৩৪.৫ টাকা। দিল্লির গ্রাহকরা সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন, সেখানে ৫১.৫ টাকা দাম কমে হয়েছে ১,৫৮০ টাকা। মুম্বাই এবং চেন্নাইয়েও প্রতি সিলিন্ডারের দাম যথাক্রমে ১,৫৩১.৫ টাকা এবং ১,৭৩৮ টাকা হয়েছে। এই নিয়ে টানা কয়েক মাস ধরে বাণিজ্যিক গ্যাসের দাম কমছে।

বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও, ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। এই সিলিন্ডার সাধারণত বাড়িতে ব্যবহার করা হয়। গত ৮ এপ্রিল থেকে এর দাম একই আছে। বর্তমানে কলকাতায় একটি ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা। দিল্লিতে ৮৫৩ টাকা, মুম্বাইয়ে ৮৫২.৫ টাকা এবং চেন্নাইয়ে ৮৬৮.৫ টাকা।

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন এবং পরের বছর পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে নির্বাচন থাকায় গৃহস্থালির গ্যাসের দাম সম্ভবত বাড়ানো হবে না।