‘১৮০৬ জন নয়, অযোগ্য প্রার্থীর সংখ্যা আরও বেশি’, দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) মোট ১,৮০৬ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে, অযোগ্য প্রার্থীর আসল সংখ্যা এর চেয়ে অনেক বেশি। তিনি দাবি করেছেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সঠিক তালিকা প্রকাশ করেনি।

টিভি নাইন বাংলার এক সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে, বাস্তবে ৫ থেকে ৬ হাজার অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছিল। তিনি জানান, নিয়োগের জন্য যতজনের নাম সুপারিশ করা হয়েছিল, তার থেকে অনেক বেশি প্রার্থীকে অনিয়মের মাধ্যমে চাকরি দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন যে, কিছু প্রার্থী পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছিলেন, আবার অনেকের ওএমআর শিটের নম্বর পরিবর্তন করা হয়েছিল। এমনকি, প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অনেককে নিয়োগপত্র দেওয়া হয়েছিল।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট স্বচ্ছতার সঙ্গে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার তা এড়িয়ে গেছে। তিনি আরও জানান যে, এই ১,৮০৬ জনের তালিকায় শুধু সেইসব প্রার্থীদের নাম আছে, যাদের বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি পাওয়ার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। এই প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। এরপর শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। তবে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায়ও দুর্নীতির সম্ভাবনা আছে বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন।