SSC-র অযোগ্যদের লিস্টে নাম BJP নেতার স্ত্রীর, নীরব অনুব্রত মণ্ডল থেকে স্থানীয় তৃণমূল বিধায়ক

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় এবার এক বিজেপি নেতার স্ত্রীর নাম উঠে এসেছে। বীরভূম জেলা বিজেপির কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম রয়েছে এই তালিকায়। লক্ষ্মী বিশ্বাস রামপুরহাটের কুশুম্বা হাইস্কুলের শিক্ষিকা ছিলেন। এই ঘটনায় সাধারণত তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে পাল্টা আক্রমণ করা হলেও, এবার চিত্রটা ভিন্ন। তৃণমূলের হেভিওয়েট নেতারা এই ইস্যুতে একেবারেই নীরব।

এসএসসি-র তালিকায় যখন বেশিরভাগই তৃণমূল নেতা বা তাদের ঘনিষ্ঠদের নাম, তখন বিজেপি এই ইস্যুকে কাজে লাগিয়ে শাসকদলকে কোণঠাসা করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতার স্ত্রীর নাম তালিকায় আসায় তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিকভাবে এর সুবিধা নেওয়ার কথা ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে, বীরভূমের তৃণমূল নেতারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন।

এই বিষয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, “বিষয়টি রাজ্য দেখবে।” অন্যদিকে, স্থানীয় তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, “বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখব।”

এদিকে, এই অভিযোগের পর বিজেপি নেতা সুরজিৎ সরকার জানিয়েছেন, তারা সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন। বিজেপি এটিকে একটি ‘বৃহত্তর ষড়যন্ত্র’ বলে দাবি করছে। এর আগে, একাধিক তৃণমূল নেতা ও তাদের আত্মীয়দের নাম অযোগ্যদের তালিকায় আসায় বিজেপি তাদের পদত্যাগ দাবি করেছিল। তবে এবার তাদের নেতার স্ত্রীর নাম সামনে আসায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।