বিধানসভা ভোটের আগে বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে, তৃণমূলে যোগ দিল প্রায় ১০০ পরিবার!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার বিষ্ণুপুরে বড় ধাক্কা খেল বিজেপি। এই এলাকার দুটি বুথের বুথ সভাপতিসহ প্রায় ৭৫টি বিজেপি কর্মী ও তাদের পরিবার পদ্মফুল ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন। যদিও বিজেপি এই দলবদলকে ‘সাজানো নাটক’ বলে উড়িয়ে দিয়েছে।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিজেপি করলেও তাদের গ্রামে কোনো উন্নয়ন হয়নি। তাদের অভিযোগ, ভোটে জেতার পর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে আর এলাকায় দেখা যায়নি। তাই গ্রামের উন্নয়নের স্বার্থেই তারা তৃণমূলের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তৃণমূলের দাবি, আবাস যোজনা, ১০০ দিনের কাজসহ বিভিন্ন সরকারি প্রকল্পে বাংলা বঞ্চিত হওয়ায় এবং ভিন রাজ্যে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদেই এই কর্মীরা দল পরিবর্তন করেছেন।
বিষ্ণুপুর বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেছেন, এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। তিনি মনে করেন, ভোটের আগে বেশি করে ‘কাটমানি’ জোগাড় করতে এবং নিজেদের গুরুত্ব বাড়াতে তৃণমূল এই নাটক সাজিয়েছে। তার দাবি, তাদের দলের কোনো কর্মী দলবদল করেননি।
দলবদল করা বিজেপি বুথ সভাপতি বিদ্যুৎ বাউরি বলেন, “আমি অনেক দিন ধরে বিজেপি করছি। কিন্তু দলের থেকে কোনো সুযোগ-সুবিধা পাইনি, কোনো কাজও হয়নি। তাই ভোটের আগেই দলবদল করলাম, যাতে ভোটের পর অন্তত কিছু উন্নয়ন হয়।”
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত বলেন, “৭৫ ও ৭৭ নম্বর বুথের প্রায় ১০০টি পরিবার বুথ সভাপতিসহ বিজেপি ছেড়ে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখে দলে যোগ দিয়েছে।”
এই দলবদল নিয়ে দুই দলের মধ্যে এখন কথার লড়াই চলছে।