মাঝরাতে ভূমিকম্পে কেঁপে উঠল গোটা আফগানিস্তান! মৃত্যুর সংখ্যা ২৫০, দেখুন ভিডিও

আফগানিস্তানে আবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এই ভূমিকম্পের ফলে শুধু আফগানিস্তান নয়, দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন জায়গাতেও কম্পন অনুভূত হয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, সোমবার রাত ১২টা ৪৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদের ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে।

প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, এই ভূমিকম্পে আফগানিস্তানে অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৫০০ জনেরও বেশি মানুষ। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের তীব্রতায় বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। বিশেষ করে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বলে জানা গেছে।

আফগানিস্তানের ভূমিকম্পের প্রভাব পড়েছে প্রতিবেশী পাকিস্তান ও ভারতেও। দিল্লির পাশাপাশি ভারতের উত্তরাঞ্চলের অন্যান্য শহরেও কম্পন অনুভূত হয়েছে। মাঝরাতে হঠাৎ করে বাড়িঘর কেঁপে ওঠায় মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। যদিও দিল্লি ও তার আশপাশের অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত মেলেনি।

ভূ-বিজ্ঞানীরা বলছেন, ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের ক্রমাগত সংঘর্ষের কারণে এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এই ঘটনা এই অঞ্চলের ভূ-প্রাকৃতিক ঝুঁকির বিষয়টি আরও একবার সামনে নিয়ে এলো।