ভাগ্নেকে বাঁচাতে নকল আধার কার্ড তৈরি মামার, কৃষ্ণনগরে ছাত্রী খুনে উঠে এলো চমকে দেয়া তথ্য

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রী খুনের ঘটনায় এখনো পলাতক মূল অভিযুক্ত দেশরাজ সিং। তবে এই ঘটনায় তার মামা কুলদীপ সিংকে গুজরাটের জামনগর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জেরা করে চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। জানা গেছে, ভাগ্নের অপকর্ম ঢাকার জন্য কুলদীপ নকল আধার কার্ড পর্যন্ত তৈরি করে দিয়েছিলেন।
গত ২৫ আগস্ট কৃষ্ণনগরে ঈশিতা মল্লিক নামে এক ছাত্রীকে তার বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয়। এই ঘটনার পর থেকেই অভিযোগের আঙুল ওঠে উত্তরপ্রদেশের বাসিন্দা দেশরাজ সিংয়ের বিরুদ্ধে। তদন্তে জানা যায়, কাঁচরাপাড়ায় বাবা-মায়ের সঙ্গে থাকা দেশরাজের সঙ্গে ঈশিতার আগে থেকেই পরিচয় ছিল, যখন ঈশিতা কাঁচরাপাড়ায় পড়াশোনা করত।
ঘটনার পর থেকে দেশরাজ পলাতক। পুলিশ কুলদীপকে গ্রেপ্তার করে জানতে পারে, ভাগ্নেকে পালিয়ে যেতে সাহায্য করার জন্য কুলদীপ সবরকম চেষ্টা করেছেন। সে দেশরাজের জন্য নকল আধার কার্ড তৈরি করে দিয়েছিল, যাতে দেশরাজ ট্রেন বা প্লেনের টিকিট কাটা এবং হোটেলে থাকার মতো কাজে সেই কার্ড ব্যবহার করতে পারে। যদিও, কুলদীপ সিং উত্তর প্রদেশের দেউড়ি গ্রামের বাসিন্দা হলেও ঘটনার পর গুজরাটের জামনগরে পালিয়ে যান। শেষ পর্যন্ত কৃষ্ণনগর থেকে যাওয়া পুলিশের একটি দল তাকে সেখানে খুঁজে বের করে।
পুলিশ সূত্রে আরও খবর, ঘটনার পর থেকে দেশরাজ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। দেশরাজের খোঁজ এখনো না পাওয়া গেলেও, তাকে ধরতে গোরক্ষপুরে সেনাবাহিনীতে কর্মরত তার বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কৃষ্ণনগর পুলিশ জেলার তিনটি আলাদা দল এই মামলার তদন্ত করছে।