প্রভাব খাটিয়ে হয়েছে চাকরি? BJP-নেতার স্ত্রীর নামও রয়েছে অযোগ্যদের তালিকায়

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের পর এবার বিজেপির অস্বস্তি বাড়ল। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ২০১৬ সালের নিয়োগ পরীক্ষায় ‘অযোগ্য’ প্রার্থীদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে নাম এসেছে বীরভূম জেলার বিজেপি কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের। প্রকাশিত ওই তালিকায় ৬৫৩ নম্বরে তার নাম রয়েছে।
জানা গেছে, লক্ষ্মী বিশ্বাস রামপুরহাটের কুসুম্বা হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। শনিবার রাতে এই তালিকা প্রকাশের পর থেকে লক্ষ্মী বিশ্বাস ও তার স্বামী সুরজিৎ সরকারকে তাদের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। সূত্র অনুযায়ী, সুরজিৎ সরকার ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে সিবিআইয়ের কাছে আবেদন করেছেন।
যেখানে বিজেপি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে শাসকদলের বিরুদ্ধে নিয়মিত সরব, সেখানে তাদের নিজেদের নেতার স্ত্রীর নাম এই তালিকায় আসায় দল অস্বস্তিতে পড়েছে। বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা এই বিষয়ে বলেন, ‘লক্ষ্মী বিশ্বাস অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। অযোগ্যদের তালিকায় তার নাম থাকাটা ঠিক নয়। তার স্বামী এই বিষয়ে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন এবং আগামী দিনে আদালতেও যাবেন।’
অন্যদিকে, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, ‘আমি সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানতে পারলাম। পুরোটা জেনে তারপরই মন্তব্য করব।’
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসএসসি শনিবার রাতে নবম–দশম এবং একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক পদের ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। শুধু তাই নয়, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষার আগেই ‘অযোগ্য’ প্রার্থীদের অ্যাডমিট কার্ডও বাতিল করে দিয়েছে কমিশন।