লখনউতে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ২, আহত ৫

উত্তরপ্রদেশের লখনউতে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। রবিবার এই ঘটনাটি ঘটেছে। বিপুল পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বাজি তৈরির জন্য মজুত রাখা বারুদে কোনোভাবে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পাশের একটি বাড়িতে আগুন ধরে যায়। সেই বাড়ির মালিক আলম এবং তার স্ত্রী মুন্নি এই ঘটনায় মারা গেছেন। তাদের সন্তানসহ পাশের বাড়ির আরও কয়েকজন শিশু গুরুতর আহত হয়েছে।

লখনউয়ের পুলিশ যুগ্ম কমিশনার বাবলু কুমার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু দুর্ভাগ্যবশত, দম্পতিকে বাঁচানো সম্ভব হয়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

জেলা প্রশাসক বিশাখ জি জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ, দমকল বাহিনী এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে পুলিশ এবং দমকল বাহিনী তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট উত্তরপ্রদেশের বারেলি-জয়পুর হাইওয়েতেও একটি রাসায়নিক ভর্তি ট্রাকে আগুন লেগে বিস্ফোরণ হয়েছিল। এই ধরনের ঘটনায় রাজ্যে নিরাপত্তার প্রশ্ন উঠেছে।