পূর্ব বর্ধমানে নৌকাডুবি: শিক্ষকের জন্মদিন পালন করতে গিয়ে নিখোঁজ শিক্ষক ও ছাত্র

বন্ধুদের সঙ্গে শিক্ষকের জন্মদিন পালন করতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হলেন এক শিক্ষক ও এক ছাত্র। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের বনদিঘি পুকুরে। নিখোঁজ শিক্ষক সুমন্ত ঘোষালের বাড়ি কাটোয়ার মুস্থূল গ্রামে এবং নিখোঁজ ছাত্র নির্মল রায়ের বাড়ি নদিয়ার মায়াপুরে।

কী ঘটেছিল?

জানা গেছে, নিখোঁজ শিক্ষক সুমন্ত ঘোষাল একটি কোচিং সেন্টার চালাতেন। তার এক ছাত্রের জন্মদিন উপলক্ষে রোববার দুপুরে বনদিঘির পুকুর পাড়ে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। পিকনিকে শিক্ষকসহ মোট ৯ জন ছিলেন। পিকনিকের পর তারা পুকুরে একটি নৌকায় করে ঘুরতে যান। তখন হঠাৎ করেই নৌকাটি উল্টে যায়। ফলে শিক্ষক এবং ওই ছাত্র জলে তলিয়ে যান। বাকিরা সাঁতরে তীরে ফিরে আসতে সক্ষম হন।

অভিযোগ উঠেছে, পিকনিকে উপস্থিত কয়েকজন মদ্যপ অবস্থায় ছিলেন, যার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।