ইস্টবেঙ্গলের মেয়েদের ফের দুর্দান্ত পারফরম্যান্স, ড্র করে AFC কাপের মূল পর্বে লাল-হলুদ

এএফসি কাপের উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে পৌঁছে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। থাইল্যান্ডের কিটচি এসসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে এই দুর্দান্ত সাফল্য অর্জন করেছে তারা। এই ড্রয়ের ফলে গ্রুপ পর্ব পার করে নকআউট পর্বে যাওয়ার রাস্তা নিশ্চিত হলো ইস্টবেঙ্গলের মেয়েদের।
ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গল দল দারুণ ছন্দে ছিল। ম্যাচের মাত্র ৯ মিনিটেই ফাজিলা ইকওয়াপুটের পাস থেকে সঙ্গীতা বাসফোর গোল করে দলকে এগিয়ে দেন। এই গোলের পর ইস্টবেঙ্গলের মেয়েরা তাদের রক্ষণভাগ আরও মজবুত করে তোলে। যদিও এর মাঝে আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি দল।
দ্বিতীয়ার্ধে, কিটচি এসসি ম্যাচে ফিরে আসে। ৫৯ মিনিটের মাথায় হো মুই মেই-এর গোলে কিটচি সমতা ফেরায়। এরপর আর কোনো গোল হয়নি এবং ম্যাচ ১-১ গোলে ড্র হয়।
এএফসি-র মঞ্চে ইস্টবেঙ্গলের মেয়েদের এটিই প্রথম অংশগ্রহণ। গ্রুপ পর্বে তারা নিজেদের প্রথম ম্যাচে ফোনম পেন-কে ১-০ গোলে হারিয়েছিল, যা ছিল ক্লাবের ইতিহাসে একটি ঐতিহাসিক জয়। কিটচি এবং ফোনম পেনের মধ্যে ম্যাচ ড্র হওয়ায় ইস্টবেঙ্গলের সামনে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি হয়, আর এই সুযোগ তারা পুরোপুরি কাজে লাগায়।
এই ড্রয়ের ফলে ইস্টবেঙ্গল উইমেন্স টিম এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো পরের রাউন্ডে জায়গা করে নিল। এই সাফল্য শুধু ইস্টবেঙ্গল নয়, ভারতীয় ফুটবলের জন্যও একটি বড় প্রাপ্তি।