প্রিন্সেপ ঘাটে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার হলেন যুবক

শহরের বুকে ফের এক ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এল। এবার ঘটনাস্থল প্রিন্সেপ ঘাট। অভিযোগ, গঙ্গায় একটি নৌকার মধ্যে ২৩ বছরের এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত নিজেকে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মী বলে পরিচয় দিয়েছিল। গত মার্চ মাস থেকে তাদের মধ্যে যোগাযোগ ছিল। আলাপ গভীর হলে অভিযুক্ত ওই তরুণীকে প্রিন্সেপ ঘাটে ডেকে আনে। সেখানে গঙ্গা ঘোরানোর নামে তাকে নৌকায় নিয়ে যাওয়া হয়, আর সেখানেই তার উপর নির্যাতন করা হয়।
ব্ল্যাকমেলেরও অভিযোগ
ধর্ষণের পর অভিযুক্ত সেই ঘটনার কিছু ছবি তুলে রেখেছিল বলে অভিযোগ। সেই ছবি ব্যবহার করে তরুণীকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। মুখ বন্ধ রাখার জন্য টাকাও চাওয়া হয়েছিল বলে অভিযোগ। নিরুপায় হয়ে ওই তরুণী গত ১৪ জুলাই নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। রবিবার তাকে আলিপুর আদালতে হাজির করানো হয় এবং আদালত তাকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।