চিন সফরে মোদী, গালওয়ান বিতর্ক ও সম্পর্কের নতুন মোড়

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। সফরের মাঝেই লাদাখের গালওয়ান উপত্যকায় ২০২০ সালের সংঘাতের কথা তুলে ধরে কংগ্রেস তীব্র আক্রমণ করেছে। তবে এর মধ্যেই ভারত-চিন সীমান্ত নিয়ে বড় মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে, ‘সংযোগ বিচ্ছিন্ন করার পর সীমান্তে এখন শান্তি ও স্থিতিশীলতা রয়েছে।’

চিনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী বলেন, ‘ভারত চিনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী, যা পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার উপর ভিত্তি করে গড়ে উঠবে।’ তিনি আরও বলেন যে, গত বছর তাদের দুই দেশের মধ্যে যে গঠনমূলক আলোচনা হয়েছে, তা সম্পর্ককে ইতিবাচক দিকে নিয়ে গেছে।

শি জিনপিংও একই কথা বলেন। তিনি জানান, গত বছর কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ভারত-চিন সম্পর্ক পুনরুদ্ধার এবং উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মোদী আরও উল্লেখ করেন যে, দুই দেশের দূতরা নিয়মিত সীমান্ত পরিস্থিতি নিয়ে যোগাযোগ রাখছেন।

কংগ্রেসের সমালোচনা

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর কংগ্রেস আবারও বিজেপি সরকারের সমালোচনা করেছে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেন যে, ২০২০ সালে গালওয়ান হামলার পরও মোদী সরকার চিনকে ‘ক্লিন চিট’ দিচ্ছে। তিনি অভিযোগ করেন, একদিকে সেনাপ্রধানরা সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কথা বলছেন, আর অন্যদিকে মোদী সরকার চিনের আগ্রাসনকে উপেক্ষা করে তাদের সঙ্গে হাত মেলাচ্ছে।

বর্তমানে ভারত-চিন সীমান্তে প্রায় ৫০-৬০ হাজার সেনা মোতায়েন আছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ‘শান্তি ও স্থিতিশীলতা’র দাবিকে অনেকেই অন্য চোখে দেখছেন।