‘উৎসবে আমেজে ভরসা দেশীয় পণ্যই…’ প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ‘ভোকাল ফর লোকাল’ বার্তা

সাংহাই কর্পোরেশন সম্মেলনে যোগ দিতে চীনে থাকলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য তার নিয়মিত মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৫তম পর্বটি প্রকাশ করেছেন। এই পর্বে তিনি আবার জোর দিয়েছেন ‘ভোকাল ফর লোকাল’ বা দেশীয় পণ্য ব্যবহারের ওপর।
উপহার, পোশাক, সজ্জা—সবই হোক দেশীয়
প্রধানমন্ত্রী বলেন, এখন দেশজুড়ে গণেশ উৎসব চলছে, এবং আগামী কয়েক মাসে আরও অনেক উৎসব আসছে। এই সময়ে আমাদের দেশের মানুষের কথা ভুলে গেলে চলবে না। তিনি আহ্বান জানান, “উপহার সেটাই দেবেন, যা ভারতে তৈরি। সেই পোশাকই পরবেন, যা দেশের মানুষ তৈরি করছে। ঘর সাজাবেন সেই জিনিস দিয়েই, যা আমাদের নিজেদের দেশে তৈরি হচ্ছে।” তিনি আরও যোগ করেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সবকিছু স্বদেশি হোক, আর আমরা যেন গর্ব করে বলতে পারি, “এটা আমাদের দেশে তৈরি।” তার মতে, এই ভাবনাটাই আমাদের দেশকে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে।
আত্মনির্ভর ভারতের ওপর জোর
প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়ে আসছেন এবং ‘আত্মনির্ভর ভারত’ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। সম্প্রতি ভারত-পাক সংঘাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের কার্যকারিতা আমাদের সেই আত্মনির্ভরতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে। এমনকি, আমেরিকা যখন বিভিন্ন শুল্কের মাধ্যমে ভারতের ওপর চাপ সৃষ্টি করছে, তখনও প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের ভারতীয় পণ্যের ওপর আস্থা রাখার কথা বলেছেন।