খেজুরিতে সমবায় ভোটে জয়ী তৃণমূল, সব আসনেই হারল বিজেপি

শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সমবায় ভোটে বিজেপি জয় পেলেও, পাশের খেজুরি বিধানসভায় সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল। রবিবার হেঁড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বিজেপি একটিও আসন জিততে পারেনি। সবকটি আসনেই জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এই জয়ের পর তৃণমূল কর্মী ও সমর্থকেরা সবুজ আবির উড়িয়ে উল্লাস প্রকাশ করে এবং এলাকায় বিজয় মিছিল বের করে। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির মিথ্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ একত্রিত হয়ে তৃণমূলকে সমর্থন করেছেন।

নির্বাচনের পরিস্থিতি

খেজুরি ১ ব্লকের হেঁড়িয়া সমবায়ে মোট ৯টি আসন ছিল। সবকটি আসনেই তৃণমূল এবং বিজেপি সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। রবিবার সকাল থেকেই ভোটকে ঘিরে এলাকায় উত্তেজনা ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

ভোট গণনা শেষ হওয়ার পর দেখা যায়, তৃণমূলের সব প্রার্থীই জয়ী হয়েছেন। কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি জালাল উদ্দিন খান বলেন, “মানুষ বিজেপির দুর্নীতির বিরুদ্ধে একজোট হয়ে তৃণমূলকে জিতিয়েছেন।”

রাজনৈতিক গুরুত্ব

যদিও বিজেপি এই জয়কে তেমন গুরুত্ব দিতে রাজি নয়, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ফলাফল খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে খেজুরিতে বিজেপি প্রার্থী শান্তনু প্রামানিক জিতেছিলেন। এমনকি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী লিড পেয়েছিলেন।

এই পরিস্থিতিতে সমবায়ের এই হার খেজুরিতে বিজেপির সাংগঠনিক শক্তি কমে আসছে কিনা, সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে।