হাওড়ার নদীতে যুবক তলিয়ে যাওয়ার ঘটনায় রহস্য, খুন নাকি দুর্ঘটনা

বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের নাম দেবাশিস মণ্ডল। তার পরিবারের অভিযোগ, দেবাশিসকে খুন করা হয়েছে।
জানা গেছে, রবিবার জগৎবল্লভপুরের কানা দামোদর নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমেছিল দেবাশিস। সেখানেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, গোসলের আগে সবাই মিলে মদ্যপান করেছিল। দেবাশিস ডুবে যাওয়ার পর তার বন্ধুরা তাকে বাঁচানোর কোনো চেষ্টা করেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই দেবাশিসের বন্ধুদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, তারা এখন সব দিক খতিয়ে দেখছে। এটি দুর্ঘটনা নাকি খুন, তা জানার চেষ্টা চলছে। তদন্তের পরেই আসল ঘটনা জানা যাবে।
উল্লেখ্য, গতকাল, অর্থাৎ শনিবার, হাওড়ার বেলুড়ে একটি পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। খেলা শেষে বাড়ি ফেরার পথে তারা পুকুরে গোসল করতে নামে এবং সেখানেই এই দুর্ঘটনা ঘটে।