পূজারাকে আবেগঘন চিঠি লিখলেন খোদ প্রধানমন্ত্রী, জেনেনিন কী লিখলেন মোদী ?

সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পুজারার উদ্দেশে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ সম্মানে আপ্লুত হয়ে পূজারা সেই চিঠিটি সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই চিঠিটি পূজারার জন্য এক বিশেষ সম্মান, কারণ তিনি নিজের দীর্ঘ ক্রিকেট জীবন শেষ করে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। পূজারা লিখেছেন যে এই চিঠিটি পেয়ে তিনি গর্বিত এবং কৃতজ্ঞ। তার মতে, ক্রিকেট মাঠে কাটানো প্রতিটি মুহূর্ত এবং ভক্তদের ভালোবাসা সবসময় তার মনে থাকবে।
প্রধানমন্ত্রীর চিঠিতে কী ছিল?
প্রধানমন্ত্রী মোদী চিঠিতে পুজারার অসাধারণ ক্রিকেট জীবনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ছোট ফর্ম্যাটের ক্রিকেটের এই সময়ে পূজারা ছিলেন টেস্ট ক্রিকেটের ধৈর্যের প্রতীক। তার ধৈর্য, মনোযোগ এবং উইকেটে লম্বা সময় ধরে টিকে থাকার ক্ষমতা ভারতীয় ব্যাটিংকে শক্তিশালী করেছে।
প্রধানমন্ত্রী আরও জানান, ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ায় ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ে পূজারার ভূমিকা ভোলার নয়। এই সিরিজে তার পারফরম্যান্স ভারতকে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিততে সাহায্য করে। প্রধানমন্ত্রী মোদী পুজারার ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে সৌরাষ্ট্রের হয়ে অবদানেরও প্রশংসা করেছেন। তিনি বলেন, রাজকোটকে ক্রিকেট মানচিত্রে তুলে ধরার পেছনে তার অবদান তরুণ প্রজন্মের জন্য গর্বের।
চিঠিতে প্রধানমন্ত্রী পূজারার পরিবারের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, পুজারার এই সফলতার পেছনে তার বাবা, স্ত্রী এবং মেয়ের অবদান ও ত্যাগ অনেক। তিনি আশা করেন, অবসর নেওয়ার পর পূজারা এখন তাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন।
ক্রিকেটের বাইরেও পূজারা
প্রধানমন্ত্রী আরও বলেন, মাঠের বাইরেও ধারাভাষ্যকার হিসেবে পূজারার ক্রিকেট জ্ঞান খুবই গভীর। ক্রিকেটপ্রেমীরা সবসময় তার বিশ্লেষণ শুনতে আগ্রহী। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, পূজারা ভবিষ্যতে কোনো না কোনোভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন এবং নতুন ক্রিকেটারদের অনুপ্রাণিত করবেন।
উল্লেখ্য, ১০৩টি টেস্ট ম্যাচে ভারতের হয়ে ৭১৯৫ রান করেছেন পূজারা। এই সফরে তার গড় ছিল ৪৩.৬০, যেখানে তিনি ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরি করেছেন।